Can't found in the image content.
আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বুধবার, নভেম্বর ২৪, ২০২১
কক্সবাজারের
টেকনাফে ৪২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
২৩
নভেম্বর (মঙ্গলবার) গোপন সংবাদ পেয়ে ভোর রাত সোয়া চারটায় টেকনাফ স্টেশন লেঃ কমান্ডার
এম নাঈম উল হক টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানির ছড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ
অভিযান চালিয়ে ইয়াবাগুলো আটক করে।
কোস্টগার্ডের
মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফের মেরিন
ড্রাইভ সড়কের মিঠা পানির ছড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে যায় কোস্টগার্ড সদস্যরা।
এসময় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগন তাকে থামার জন্য
সংকেত দিলে উক্ত ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ধাওয়া করে কোস্ট গার্ড সদস্যগণ তাকে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ আব্দুল্লাহ
(২৬) বলে জানায়। এসময় তার সাথে থাকা একটি সাদা রংয়ের বস্তা তল্লাশি চালিয়ে ৪২ হাজার
পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
পরবর্তীতে
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যাক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনে টেকনাফ মডেল থানায় হস্তান্তর
করা হয়।