সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে তুলোধোনা করে বক্তব্য দিয়েছেন কালিহাতী আসনের সংসদ-সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
তিনি বলেন, লতিফ সিদ্দিকী কালিহাতীতে হাজার বিঘা জমি কিনেছেন। লুটপাট করে খাসজমি দখল করেছেন। তার বাড়ির সামনে বিশাল ইন্ডাস্ট্রি করেছেন। মন্ত্রী হওয়ার আগে তার এক শতাংশ জায়গাও ছিল না। অথচ হাজার বিঘা জমি কিনেছেন, এত টাকা তিনি কোথায় পেলেন।
শুক্রবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সোহেল হাজারী বলেন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করে নৌকার বিরুদ্ধে ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে এসেছিলেন। এলাকার মানুষ লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছিল। এবার বিএনপি-জামায়াতের সঙ্গে একত্রিত হয়ে তিনি গামছা নিয়ে এসেছেন।
মাদ্রাসা কমিটির সভাপতি জহির উদ্দিন সরকারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক, সিনিয়র সহ-সভাপতি এমএ মালেক ভূইয়া, গোহালিয়া বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ প্রমুখ।