ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বাহুবলে ৫৪ টি পূজা মণ্ডপের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ শ' ৫৪জন আনসার ও ভিডিপি

হবিগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

বাহুবলে ৫৪ টি পূজা মণ্ডপের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩ শ' ৫৪জন আনসার ও ভিডিপি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় এ বছর ৫৪টি পুজা মন্ডপে সার্বজনীনভাবে শারদীয় দুর্গা পূজা  পালিত হচ্ছে। 

পূজায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৩ শ' ৫৪ জন আনসার / ভিডিপি সদস্য নিয়োগ দেয়া হয়েছে।  উপজেলা আনসার ভিডিপি অফিস সুত্রে জানাযায় ১৫ টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৮ জন,৩১ টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন ও ৮ টি সাধারণ কেন্দ্রে  ৬ জন করে সদস্য/ সদস্যা নিয়োজিত থাকবে। নিয়োগকৃত আনসার/ ভিডিপি সদস্য সদস্যাদের কর্মকৌশল বিষয়ে ১৯ অক্টোবর উপজেলা পরিষদ সভাকক্ষে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ মোর্শিদা আক্তার, উপজেলা প্রশিক্ষক  অসীম চন্দ্র দাস প্রমুখ।