টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকাপ ভ্যানের পথরোধ করে চালককে মারপিট করে অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে ফলভর্তি একটি ছিনতাই হওয়া পিকাপ ভ্যানটি জামালপুর জেলার টিওবয়েলপাড় এলাকা থেকে উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
গাড়ী চালক মনিরুজ্জামান জানান, গত শনিবার(১৪ অক্টোবর২৩)ইং ভোর রাত সাড়ে ৪ টার দিকে পিকাপ ভ্যানের চালক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ফল ভর্তি করে জামালপুরের মেলান্দহে যাচ্ছিলো। গাড়ী টি জামালপুর-টাঙ্গাইল-জয়দেপুর-ঢাকা মহাসড়কের ধনবাড়ী উপজেলার নলহরা আকন্দবাড়ীর সামনে পৌঁছলে পিছন থেকে একটি পিকাপ ভ্যান সামনে এসে পথরোধ করে। চালক কে টেনে হিচড়ে গাড়ী থেকে বাইরে বের করে এলোপাথারী মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেয় ও রশি দিয়ে চালকের হাত পা বেধে রেখে রাস্তার পাশে ফেলে রেখে গাড়ী(ঢাকা মেট্রো ন-১৭-৩২৭৩) টি ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়ীর চালক ধনবাড়ী থানায় ঐদিনই সকালে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ধনবাড়ী থানার পরিদর্শক(ওসি তদন্ত) মো: ইদ্রিস আলী জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমার নেতৃত্বে ফোর্সদের নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে জামালপুরের টিওবয়েল পাড় এলাকা থেকে উদ্ধার করেছি।