Can't found in the image content. দুর্বৃত্তের দেওয়া বিষে কৃষকের চৌদ্দ শতাধিক হাঁসের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫ |

EN

দুর্বৃত্তের দেওয়া বিষে কৃষকের চৌদ্দ শতাধিক হাঁসের মৃত্যু

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩

দুর্বৃত্তের দেওয়া বিষে কৃষকের চৌদ্দ শতাধিক হাঁসের মৃত্যু
নেত্রকোনার মদনে দুর্বৃত্তের দেওয়া বিষে চানগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ আরজু মিয়া নামে এক দরিদ্র কৃষকের প্রায় ১৪ শতাধিক হাঁসের বাচ্চা মারা গেছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আরজু মিয়া জানান, আমার হাঁসের বাচ্চা রাখার স্থানে রাতের আঁধারে কে বা কাহারা খাবারের সাথে বিষ মিশিয়ে রেখে যায়। পরে তা খেয়ে আমার খামারের প্রায় ১৪ শত হাঁসের বাচ্চা মারা গেছে।

তিনি আরও বলেন, হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছিলাম। আজ এসে ক্রেতারা বাচ্চাগুলো নিয়ে যেথ। আমার ১/ ১.৫ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। আমি ঋণ করে বাচ্চাগুলো কিনেছিলাম। এখন আমি নিঃস্ব। আমি এর সঠিক বিচার চাই

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাইরান ইকবাল জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাঁসের বাচ্চাগুলো বিষক্রিয়াই মারা গেছে। তবে মৃত কয়েকটি হাঁসের বাচ্চা পরীক্ষার জন্য পাঠানো হবে।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাওহীদুর রহমান বলে, খবর পেয়ে সার্কেল স্যারসহ ঘটনা স্থল পরিদর্শন করেছি। বিয়ষটি খুব দুঃখ জনক। ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।