Can't found in the image content.
রাজু আহমেদ, সিংড়া প্রতিনিধি | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১
নাটোরের
সিংড়া উপজেলায় অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফিরছিলেন
স্বজনরা। এ সময় ত্রিমুখী
সংঘর্ষে রনি আহমেদ (২২)
নামে এক যুবক নিহত
হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের
ছয় যাত্রী আহত হয়েছেন।
সোমবার
সকাল সাড়ে ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন হাইটেকপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত
মোটরসাইকেল আরোহী সিংড়া উপজেলার নিংগইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
সিংড়া
থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বগুড়া শহীদ জিয়া মেডিকেল
কলেজ হাসপাতালের (ঢাকা মেট্রো-ছ-৭১-২৩৫৪) নম্বরের
একটি অ্যাম্বুলেন্সে রাজকুমার মায়া নামে এক
বৃদ্ধের লাশ নিয়ে ঈশ্বরদী
ফিরছিলেন তার স্বজনরা।
পথিমধ্যে
মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন হাইটেকপার্ক এলাকায় অপরদিক থেকে আসা একটি
ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে
ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই
মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ
সময় অ্যাম্বুলেন্সে থাকা নয়ন (৪০),
কান্তী রানীসহ (৫৫) ছয় যাত্রী
আহত হন। আহতদের উদ্ধার
করে নাটোর সদর হাসপাতালে ভর্তি
করা হয়েছে। আর নিহতের লাশ
তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা
হয়েছে।