ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ১৪, ২০২৩

প্রথম দিনেই দারুণ সাড়া ফেলেছে  ‘মুজিব: একটি জাতির রূপকার’
প্রত্যাশা অনুযায়ীই সাড়া ফেলেছে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমা হলগুলোতে পরিবার পরিজন আর বন্ধু-বান্ধব নিয়ে এসেছেন অনেকে। সন্তানদের সঙ্গে নিয়ে সিনেমাটি দেখতে অভিভাবকদের অনুরোধ সংশ্লিষ্টদের। সারা দেশে ১৫৩ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর এ বায়োপিকটি। 

শুক্রবার সকাল থেকেই সিনেমা হলগুলোতে ভীড় জমান ইতিহাস প্রিয় অনুসন্ধিৎসু দর্শকরা। পরিবার পরিজন নিয়ে ছোটেন প্রিয় প্রেক্ষাগৃহে। বলেন ইতিহাসের সঠিক তথ্য জানতেই হলমুখি তারা। রাজধানী ঢাকাসহ দেশের 

বঙ্গবন্ধুর জীবনটাই যেন এক মহাকাব্য, তার জীবনই যেন এক চিত্রনাট্য। গ্রামের একটি ছেলে থেকে একটি জাতির রূপকার। তাকে নিয়ে আগেও বেশ কিছু ছবি হয়েছে, তবে এমন বিশাল ক্যানভাসে বঙ্গবন্ধুকে তুলে ধরা এই প্রথম। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল তার মুন্সিয়ানা দেখিয়েছেন, বঙ্গবন্ধুকে তুলে এনেছেন সেলুলয়েডের ফিতায়।

পরিবারের ছোট সদস্যদেরও দেখা যায় অভিভাবকদের সাথে। অভিভাবকরা বলছেন নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো তাদের দায়িত্ব।  বঙ্গবন্ধুর জীবন আর কর্ম যেমন মানুষকে উদ্দীপ্ত করেছে, উদ্বেলিত করেছে, তেমনি ঘাতকের হাতে সপরিবারে তার করুণ মৃত্যু কাঁদিয়েছে দর্শকদের।

বাংলাদেশ আর ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি অন্য দেশে মুক্তি দেয়া হলে বঙ্গবন্ধুকে আরও ভালভাবে জানবে বিশ্ব, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।