Can't found in the image content. পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

মোস্তাকিম হোসেন, পাঁচবিবি প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১০, ২০২৩

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো বৃদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে  মমেছা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা খায়ের মন্ডলে পুকুর পার সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা বাগজানা মাস্টারপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান,বৃদ্ধ মহিলা দীর্ঘদিন থেকে ক্যান্সার ও মাথার সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন রাত ৩ টার সময় বাড়ী থেকে বের হয়ে পার্শ্ববতী রেললাইনের দিকে ঘুরতে যায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনজার্চ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।