Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১
বগুড়ার
নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয়
মনোনয়ন বোর্ড। রবিবার বিকেলে দলীয় কার্যালয়ে কেদ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার
বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা হয়।
উপজেলার
৪টি ইউনিয়নের নৌকা প্রতীক পেলেন যারা: নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মখলেছুর
রহমান মিন্টু, ভাটরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি মোরশেদুল বারী, থালতা মাজগ্রাম ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক
হাফিজুর রহমান নান্টু ও ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী।
নন্দীগ্রাম
উপজেলার ৪টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত)
আনোয়ার হোসেন রানা বলেন, বিগত সময়ের চেয়ে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ এখন শক্তিশালী
ও ঐক্যবদ্ধ। জনগণের ভোটেই ইউপি নির্বাচনে ৪টি ইউনিয়ন পরিষদেই নৌকা মার্কার প্রার্থী
বিজয় হবে ইনশাআল্লাহ।