Can't found in the image content. মুনমুনের সঙ্গে জুটি বেঁধেছেন হিরো আলম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মুনমুনের সঙ্গে জুটি বেঁধেছেন হিরো আলম

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১

মুনমুনের সঙ্গে জুটি বেঁধেছেন হিরো আলম
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনা-সমালোচনার মধ্যে থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার আলোচনায় এসেছেন এক সময়ের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা মুনমুনকে নিয়ে। 

এই চিত্রনায়িকাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছেন হিরো আলম। সিনেমার নাম ‘বউ জামাইয়ের লড়াই’। হিরো আলম নিজেই এটির প্রযোজক। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু করেছেন তারা। 

সিনেমাটির পরিচালক হলেন বাবুল রেজা। হিরো আলম ও মুনমুন ছাড়াও সিনেমায় অভিনয় করছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ। অভিনেতা ডিপজলের সাভারের বাড়িতে গতকাল (২০ নভেম্বর) থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। 

এ বিষয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘পরিচালক মালেক আফসারী সাহেবের আমন্ত্রণে আমি ও মুনমুন আপা একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’