Can't found in the image content.
হাকিমপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, নভেম্বর ২১, ২০২১
দিনাজপুরের
হিলিতে ভারত থেকে পাচারকালে ১৩১ বোতল ফেনসিডিলসহ তারেক হোসেন (২৪) নামে এক যুবককে আটক
করেছে হাকিমপুর থানা পুলিশ।
শুক্রবার
রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তবর্তী দক্ষিন বাসুদেরবপুর (জিলাপিপট্টি) এলাকা থেকে তাকে
আটক করা হয়। আটককৃত তারেক পার্শবর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের
সুলতান হোসেনের ছেলে।
হাকিমপুর
থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার শামীম জানান, আটক তারেক শরীরে ফিটিং কাপড়ের
তৈরী কটির মধ্যে বিশেষ কায়দায় ভারত থেকে ফেনসিডিল পাচারকালে তাকে আটক করা হয়। এবং শনিবার
মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে পাঠানো হয়।