Can't found in the image content. ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩

ফুলবাড়ীতে গুপ্তা প্লাইউডের উদ্যোগে দুই শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
কয়েক দিনের টানা বর্ষণে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জীবন রক্ষায় ঘরবাড়ি ছেড়ে স্কুল কলেজে আশ্রয় নিয়েছেন বানভাসি এসব মানুষ। অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। বন্যার্ত এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার শহিদ স্মৃতি আদর্শ কলেজ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া ২শতাধিক পরিবারের মাঝে গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, শুকনো মুড়ি ও জ্বালানী  হিসেবে কাঠখড়ি। 

এসময় উপস্থিত ছিলেন গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত, ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার গুপ্ত, শহিদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু সহ অনেকে।

ত্রাণ পেয়ে আবেগ আপ্লুত হয়ে বানভাসীরা জানান, আদর্শ কলেজ পাড়ায় তাদের বাড়ীঘর ৪ফুট পানিতে তলিয়ে গেছে। জীবন বাঁচাতে কোন রকম ঘর থেকে বের হয়ে এসে আশ্রায় নিয়েছেন। এখানে রান্না করার মত কিছুই নেই। খড়িও ছিলনা। গুপ্তা প্লাইউড কোম্পানি ত্রাণের সাথে রান্না করার খড়িও দিয়েছে।আমাদের অনেক উপকার হয়েছে।

গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত বলেন, সামাজিক দায়িত্ব বোধ থেকে আমরা যে কোন দূর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। আমরা মানুষের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করি।