প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলছেন, সমাজে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মূলধারায় সম্পৃক্ত করে তাদের যথাযথ নেতৃত্ব গ্রহণের উপযোগী করার জন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ প্রদানসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উপজেলা সমাজসেবা অধিদফতর আয়োজিত প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে গবাদিপশু ও টং দোকান বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন দ্বারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার স্বীকৃত রয়েছে।
এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে পুড়ে মারা যাওয়া বাউরবাগ হাওর গ্রামের কৃষক সুরুজ মিয়াকে একটি গরু উপহারের পাশাপাশি দুজনকে দুটি টং দোকান, দুজনকে দুটি পানের দোকান, তিনজনকে দুটি করে গাভি ও একজনকে একটি গাভি ও দুটি ছাগল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আসলাম, যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু কাওছার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রত্যুল চন্দ্র সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইউনুছ আলী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ প্রমুখ।