ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুন ২৬, ২০২৪ |

EN

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন মেয়র আরিফ

সিলেট ব্যুরো | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন মেয়র আরিফ
জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে পদোন্নতি দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরিফুল হক চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সব নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ।’

দলের দেওয়া দায়িত্ব পালনে আগের মতো এবারো জাতীয়তাবাদী আদর্শের বাতিঘর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন এই নেতা।