Can't found in the image content. বিদেশি পিস্তল গুলিসহ ২১ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

বিদেশি পিস্তল গুলিসহ ২১ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

বিদেশি পিস্তল গুলিসহ ২১ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার
গাজীপুরে ২১ মামলার আসামি ছাত্রলীগ নেতা রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদারকে (২৯) একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এ সময় জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলম, সহকারী কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ ও বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত রবিন সরদার ওরফে নুরুজ্জামান সরদার শরিয়তপুরের গোসাইরহাট থানার মোল্লাকান্দি এলাকার মৃত রুহুল আমিন সরদার ওরফে আবুল কাশেম সরদারের ছেলে।

উপ-পুলিশ কমিশনার জানান, গত ৩ সেপ্টেম্বর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে ছাত্রলীগ নেতা রবিন সরদার ও তার সহযোগীরা ফেরদৌস নামের এক ছাত্রকে গাড়িতে উঠিয়ে অপহরণ করে নিয়ে পিস্তলের বাট দিয়ে ও ছুরিকাঘাতে আহত করে। তাকে শহরের একটি ক্লিনিক থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় রবিনকে প্রধান আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম অভিযানে মাঠে নেমে দুইজনকে গ্রেফতার করে। মামলার প্রধান আসামি রবিন সরদার বুধবার বিমানযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার গোপন সংবাদ পেয়ে এপিবিএনের সহযোগিতায় জিএমপির বাসন থানা ও ডিবি পুলিশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে।

বাসন থানায় জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের ওই কলেজের পার্শ্ববর্তী সুইপার কলোনির পরিত্যক্ত টিনের ঘরের আড়ায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে উত্তরা ও গাজীপুরের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে বলে বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান।