Can't found in the image content. ভাইবোন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

ভাইবোন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

ভাইবোন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি
ভাইবোন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে চমক দেখিয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের জাবের আল হাসান পার্থ ও শ্রাবন্তী হাসান বন্যা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং সমুদ্র বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছেন।

তাদের বাবা পূর্ণমতি মনসূর আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান ও মা আবিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমীন আক্তার।

ওই দুই ভাইবোন আবিদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সোনার বাংলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তারা উভয়েই পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ বৃত্তি পেয়েছিলেন।

তাদের বাবা কামরুল হাসান  জানান, তার আশা ভবিষ্যতে তারা যেন ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।

সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেহ মো.সেলিম রেজা সৌরভ দৈনিক বলেন, জাবের আল হাসান পার্থ ও শ্রাবন্তী হাসান বন্যা শিক্ষা পরিবারের সন্তান। ওদের মা বাবা দুজনেই শিক্ষক। ওরা আমার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওদের বড় বোন আমার কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। আমি শুনেছি ওরা একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এটা একটা আনন্দের খবর। আমি আশা করছি ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এছাড়াও ওদের মেজো বোন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং বড় বোন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে শিক্ষকতা পেশায় জড়িত ।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন, এটা খুবই গর্বের বিষয়। আমার দোয়া রইল ওরা যেন জীবনের সব ক্ষেত্রে সফল হতে পারে।