সাজেক বেড়াতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অপহৃত শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে (২৫) উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে ১০-১২ জন অস্ত্রধারী দ্বীপিতাকে অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, খাগড়াছড়ি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বাঙালি বন্ধুদের নিয়ে বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার সময় কিছু সশস্ত্র সন্ত্রাসী তাকে অপহরণ করে।। পরে উদ্ধারের জন্য যৌথ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী।
অভিযান চালিয়ে বুধবার আনুমানিক সন্ধ্যা সাতটায় রাঙ্গামাটি জেলার সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে অপহৃত ছাত্রীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে।
এদিকে, বান্দরবান জেলা সদরের ক্যায়ামলং এলাকায় মকসুদ কোম্পানি ব্রিকফিল্ডের অপহৃত ম্যানেজার ইউসুফ আলীকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে স্থানীয় লোকজন ক্যায়ামলং এলাকা হতে মংখ্যই চিং মারমা নামে সন্দেহভাজন একজনকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী জঙ্গল থেকে ব্রিকফিল্ড ম্যানেজার ইউসুফ আলীকে উদ্ধার করা হয়।
পরে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অপর আরো দুই অপহরণকারীকে দু`টি কাটা রাইফেল ও গুলিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।