ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বিএনপির ১৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ৩, ২০২৩

বিএনপির ১৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মাগুরার মহম্মদপুরে বিএনপি-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মহম্মদপুর থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস বাদশা বাদী হয়ে শনিবার দুপুরে এ মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

এর আগে শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।

আসামিদের মধ্যে উপজেলা বিএনপির শীর্ষ ১০১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

তবে বিএনপির নেতাদের অভিযোগ, তাদের মাঠ ছাড়া করতে পুলিশকে ব্যবহার করে পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম বলেন, শুক্রবার বিকালে মহম্মদপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ওই মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের গাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। পরে পুলিশ তাদের প্রতিহত করে এবং দুজনকে আটক করা হয়। এছাড়া বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।