দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী যুবক মো. লিমনকে সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির এলাকার গুচ্ছগ্রামে গিয়ে মো. লিমনের খোঁজখবর নেয়াসহ তাকে চলাচলে সহায়তা উপকরণ তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সজল, সদস্য মো. রোমান, প্রচার ও গণ যোগাযোগ সম্পাদক আরিয়ান বাবু, ক্রীড়া সংগঠক তরিকুজ্জামান শুভসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. লিমন গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি গত রমজান ঈদের পর ফুলবাড়ী-রংপুর সড়কে চলন্তবাসে উঠতে গিয়ে পড়ে বাসের পেছনের চাকা তার পায়ের ওপর দিয়ে যায়। এতে থেঁতলে যায় তার দুই পা। তাকে দিনাজপুর এম. আব্দুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করানো হলে তার ডান পা কেটে ফেলতে হয়।