Can't found in the image content. সিলেটে এ সপ্তাহ থেকে কমতে পারে বৃষ্টি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

সিলেটে এ সপ্তাহ থেকে কমতে পারে বৃষ্টি

আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ২৮, ২০২৩

সিলেটে এ সপ্তাহ থেকে কমতে পারে বৃষ্টি
গত কয়েক দিনে সিলেটে প্রচুর পরিমান বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানায় পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপ পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়াসহ হালকা  থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৬৩ মিলিমিটার। দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৩ দশমিক ২, সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।