ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

চেয়ার না পেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ,পরে প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ২৫, ২০২৩

চেয়ার না পেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ,পরে প্রত্যাহার
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগ নেতা মইন উদ্দিন।
বৃহস্পতিবার বিকেল ৫:২৩ মিনিটে মইনরিজ  উদ্দিন তার ফেইসবুক একাউন্টের এক পোস্টে এই পদত্যাগের কথা বলে তিনি লিখেন "আমার প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।অতিদ্রুত কেন্দ্রের কাছে আমি আমার পদত্যাগপত্র পৌঁছে দিবো।আমাকে মাফ করে দিয়েন সবাই।"

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সমাবেশ উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে সামনের সারিতে বসার জন্য সিট না পেয়ে এমন সিদ্ধান্ত নেয়।

তবে এই বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত কোন ধরনের প্রতিক্রিয়া জানায় নি।

এদিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন পদত্যাগ করায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে তার সমর্থকেরা। কক্সবাজার শহীদ সরণী মোড়ে( ঘুমগাছ তলা) টায়ার জ্বালিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে মইনের সমর্থকেরা। এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সন্ধ্যা সাড়ে সাড়ে ৭টায় ছাত্রলীগ নেতা মইন উদ্দিন এবং সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এসে নেতাকর্মীদের অনুরোধ করলে সড়ক অবরোধ প্রত্যহার করে নেন।

এসময় মইন উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দামের সাথে তার কথা হয়েছে এবং তার পদত্যাগপত্র গ্রহন করেনি বলে জানান। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ছাত্রলীগের নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ১ সেপ্টেম্বর ঢাকার ছাত্র সমাবেশ সফল করার আহবান জানান।