Can't found in the image content. রণবীরের বিপরীতে সীতা হচ্ছেন না আলিয়া! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

রণবীরের বিপরীতে সীতা হচ্ছেন না আলিয়া!

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩

রণবীরের বিপরীতে সীতা হচ্ছেন না আলিয়া!
রাম চরিত্রে রুপালি পর্দায় আবির্ভূত হবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। জানা গিয়েছিল এখানে সীতার ভূমিকায় আলিয়া ভাটকে দেখা যাবে। কিন্তু এখন জানা যাচ্ছে আলিয়া থাকছেন না এ ছবিতে।

‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠতেই চর্চা শুরু হয় নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে। জানা গিয়েছিল তার এই ড্রিম প্রজেক্টে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় আলিয়া ভাট এবং রাবণের ভূমিকায় ‘কেজিএফ’খ্যাত দক্ষিণী অভিনেতা যশ থাকবেন। জুলাইয়ের শেষে এই ছবির একটি লুক টেস্ট শুট হয় মুম্বাই ফিল্ম সিটিতে। 

ছবিটি নিয়ে কোনো ফাঁকফোকর রাখতে চান না পরিচালক। শোনা গিয়েছিল চলতি বছরের ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে ছবিটির। কিন্তু এখন জানা যাচ্ছে ডিসেম্বরে শুরু হচ্ছে না এই ছবির শুটিং। রামায়ণের কাস্টিং নাকি এখনো ফাইনাল হয়নি। তিন ভাগে আসবে এই ছবি, আর সেটা নিয়ে এখনো কাজ চলছে।

এই ছবির সঙ্গে জড়িত এক ব্যক্তি ছবি প্রসঙ্গে জানিয়েছেন, এই ছবিতে রামের চরিত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে রণবীর কাপুরকেই দেখা যাবে। তবে সীতার চরিত্রের জন্য আলিয়া ভাটের কাছে অফার গেলেও তিনি সেটা নিতে পারেননি। ডেটের সমস্যার কারণে তিনি এই ছবিতে থাকছেন না।

নতুন সীতা হিসেবে কাকে বাছা হবে সেই প্রশ্নের পাশাপাশি আরও একটি প্রশ্ন উঠছে— যশকেই রাবণ হিসেবে দেখা যাবে নাকি অন্য কেউ করবেন এ চরিত্র? 

এই প্রসঙ্গে সেই ব্যক্তি বলেন, যশের লুক টেস্ট হয়ে গেছে, কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। যদিও তিনি এখনো সই করেননি। তবু ছবির নির্মাতারা অনুমান করছেন তিনি এই ছবিটি করবেন। আসলে তিনি গিথু মোহনদাসের সঙ্গে একটি বিগ বাজেট অ্যাকশন ফিল্মের জন্য চুক্তিবদ্ধ। তাই তিনি এখন কোন কাজটা কীভাবে সামলাবেন, কোনটা গুরুত্ব দেবেন সেটির ওপরই সবটা নির্ভর করবে।