Can't found in the image content. মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩

মায়ের দ্বিতীয় বিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা
পর্দার ঘটনা এবার বাস্তবে রূপান্তরিত হলো। আর সেটি করলেন এক অভিনেতা। নিজের মাকে দ্বিতীয় বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চন্দেকার। এ খবর প্রকাশ্যে আসার পরই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

ব্যক্তিজীবনের সুখ, স্বাচ্ছন্দ্য বা সমাজ কী বলবে তা ভাবেননি। ভেবেছেন শুধুই মায়ের সুখের কথা। আর সেই ভাবনা থেকেই মায়ের দ্বিতীয় বিয়ে দিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। সেই খবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন তিনি।

সিদ্ধার্থ মায়ের বিয়ের রঙিন মুহূর্তের ছবি সোশ্যালে পোস্ট করে মারাঠি ভাষায় দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন। অভিনেতার ভাষ্যমতে, হ্যাপি সেকেন্ড ইনিংস। তোমারও তো একজন পার্টনার প্রয়োজন। সন্তান ছাড়াও একটা জীবন রয়েছে তোমার। এই সুন্দর পৃথিবীতে তোমারও স্বাধীনতা রয়েছে, যা আমি আগে কখনো উপলব্ধি করিনি। আর কত দিন এভাবে একা একা জীবন কাটাবে তুমি।

অভিনেতা আরও বলেন, এ পর্যন্ত সবার কথা ভেবেছ তুমি। সবার জন্য করেছ। কিন্তু এখন থেকে শুধু নিজের কথা ভাব। জীবন সঙ্গীকে সময় দাও। সন্তানরা সবসময় তোমার পাশে আছে। তুমি তো বেশ আয়োজন করে বিয়ে দিয়ে আমার জীবন সাজিয়ে দিয়েছ। এবার আমার পালা তোমার জীবন গুছিয়ে দেওয়ার। মায়ের বিয়েটা আমার জীবনের আরও একটা সুন্দর মুহূর্ত।

সবশেষ এ তারকা লিখেছেন, ‘আই লাভ ইউ মা, হ্যাপি ম্যারেড লাইফ।’ অর্থাৎ তোমাকে খুব ভালোবাসি মা। বিবাহিত জীবন সুখের হোক।