ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

টেকনাফে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ২৩, ২০২৩

টেকনাফে বিপুল পরিমাণ মদ-বিয়ার উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২২ আগস্ট)  রাতে  এলাকায় টেকনাফের সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮১ বোতল বিদশি মদ ও ১০২ ক্যান বিদশি বিয়ার জব্দ করা হয়।এসময় বসত-বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা মুকুল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি ফ্রিডমবাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসির) একটি দল টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুবনিয়া গ্রামের মো: সিরাজুল ইসলামের বসতবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদশি মদ-বিয়ার উদ্ধার করা হয়।  

এসময় বাড়ির গৃহকর্তা মো: সিরাজুল ইসলাম অভিযানের টের পেয়ে পালিয়ে যায় এবং তার বসত-বাড়িতে তল্লাশিকালে বাড়ির সামনের আঙ্গিনায় মাটির ভিতরে পুতে রাখা অবস্থায় গ্রান্ড রয়েল বিদেশি মদ ২১ বোতল, গ্লান মাষ্টার বিদেশী মদ ৬০ বোতল,আন্দামান গোল্ড ৫% বিয়ার ৫৪ ক্যান, ডাইয়াব্লু স্ট্রং সুপার বিরু ১২% ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কচুবিনয়ার কবির আহম্মদের ছেলে মো: সিরাজুল ইসলাম (৩৭) কে পলাতক আসমী করা হয়েছে। 

তিনি আরও জানান,এ ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে টেকনাফ  মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দয়ের করা হয়েছে। উক্ত আসামী মো: সিরাজুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

সিরাজুল ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।