Can't found in the image content. যাদের নিয়ে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যাদের নিয়ে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’

নির্মাতারা একেকজন মন্ত্রী হিসেবে সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন।


নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, আগস্ট ২০, ২০২৩

যাদের নিয়ে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’
সিনেমার মধ্যে দিয়ে ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘শপথ’ নিয়েছেন এই নির্মাতারা, যারা এই মন্ত্রণালয়ের একেকজন মন্ত্রী হিসেবে সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের সিনেমাগুলো আসবে ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে।

সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে পরিচয় করিয়ে দেওয়া হয় ১২ জন নির্মাতাকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ১২ জন নির্মাতার শপথ গ্রহণ। শপথ করান অভিনেতা-নির্মাতা-চিত্রশিল্পী আফজাল হোসেন।

অনুষ্ঠানে আফজাল হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয় 'প্রেসিডেন্ট অব লাভ' হিসেবে।

মঞ্চে এসে তিনি বলেন, “আমি অভিনয়জীবনের শুরু থেকেই একটা কথা শুনতাম, প্রেমের গল্পের মূল্য নেই। কিন্তু এখন দেখছি দেশের সেরা ১২ জন নির্মাতা প্রেমের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছে। এটা ভালো লাগছে।”

পরে তিনি শপথ বাক্য পাঠ করান ১২ জন নির্মাতাকে। শপথ গ্রহণে সকলে সমস্বরে বলেন, ‘জগতের সকল মানুষ ভালোবাসুক’।

‘চরকি’ থেকে জানানো হয়, কোনো রাজনৈতিক দল নয়; জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মিলে মোস্তফা সরয়ার ফারুকীর উদ্যোগে আসছে এই 'মিনিস্ট্রি অব লাভ'।

এর মধ্য দিয়ে ১২ জন নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমা, যা দেখা যাবে ‘চরকি’ অরিজিনাল ফিল্মে।

২০২৩ এবং ২০২৪ এর মধ্যে পর্যায়ক্রমে এই সিনেমাগুলো মুক্তি পাবে। এসব সিনেমায় দেখা যাবে ভালোবাসার ভিন্ন সব রঙ, ভালোবাসার বিচিত্র সব রূপ, ভালোবাসার বৈচিত্র্যময় সব অনুভূতি।

অনুষ্ঠানে বক্তব্য দেন মিডিয়াস্টার লিমিটেড-এর পরিচালক ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, চরকি'র প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শপথ গ্রহণের আগে মতিউর রহমান বলেন, “আমার দেখা দ্বিতীয় সিনেমা ছিল 'সবার উপরে প্রেম'। সেই সিনেমায় ছিল উত্তম-সুচিত্রা। সেই থেকে আমাদের জীবনে উত্তম-সুচিত্রার প্রভাব ভুলতে পারিনি।

“নিউইয়র্ক টাইমসে প্রতি বুধবার একটা লেখা ছাপা হতো 'মডার্ণ লাভ' নামে। সেই মডার্ন লাভ থেকে নেটফ্লিক্সে ছবিও হয়েছে। প্রেমের গল্পের কাহিনীর তো শেষ নাই। প্রেম আসে, চলে যায় এবং চলতে থাকে। কেউ যদি বলে প্রেম আসেনি, তবে সেটা বিশ্বাসযোগ্য হবে না।”

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই আয়োজনে ১২ জন সিনেমা বানাচ্ছেন, যদি ২৪টি সিনেমা হলে খুশি হতাম। আরও ১২ জন যারা সিনেমা বানাচ্ছেন না, তাদেরও মিস করছি।”

রেদওয়ান রনি বলেন, “ওটিটি মানেই যেন থ্রিলার, মারামারি। সেই ধারণা ভেঙে প্রেমের গল্প বলতেই এবার একত্রিত হয়েছেন ১২ জন নির্মাতা। মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচণায় এই ১২টি সিনেমা নির্মাণ করা হবে।”

১২ জন নির্মাতার মধ্যে একজন রেদওয়ান রনি।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবিলা নূর ও আমিন হান্নান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নুসরাত ইমরোজ তিশা, শহিদুল আলম সাচ্চু, আরিফিন শুভ, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।


মিনিস্ট্রি অব লাভ এর চলচ্চিত্র ও নির্মাতা যারা-

‘Something like an autobiography’ এবং ‘Last Defenders Of Monogamy’, মোস্তফা সরয়ার ফারুকী

‘Forget Me Not’, রবিউল আলম রবি

‘কাছের মানুষ দূরে থুইয়া’, শিহাব শাহীন

‘উঁকি’, রেদওয়ান রনি

‘We Need To Talk’, আশফাক নিপুন

‘অবনী’, আবু শাহেদ ইমন

‘মুহাব্বাত’, রায়হান রাফী

‘5050’, রাকা নোশিন নাওয়ার এবং শঙ্খ দাশগুপ্ত

‘জুঁই’, আরিফুর রহমান

‘36-24-36’, রেজাউর রাহমান

‘Shoulder Ma ‘, অনম বিশ্বাস