Can't found in the image content. ডিএমপির ৫ কর্মকর্তাকে পদায়ন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ডিএমপির ৫ কর্মকর্তাকে পদায়ন

রাজধানী ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩

ডিএমপির ৫ কর্মকর্তাকে পদায়ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন এবং পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বৃহস্পতিবার ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নুরুজ্জামানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা, অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। 

এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা মিজানুর রহমানকে উত্তরা বিভাগের পেট্রল উত্তরা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

পৃথক আরেক আদেশে জানা গেছে, পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমানকে দক্ষিণখান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। দক্ষিণখান থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসা জাহাঙ্গীর হোসেন খানকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।