ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

যশোর-বেনাপোল মহাসড়কে বাসচাপায় স্কুল ছাত্র নিহত

জয়নাল আবেদীন, বেনাপোল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

যশোর-বেনাপোল মহাসড়কে বাসচাপায় স্কুল ছাত্র নিহত
যশোর-বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় ফয়সাল আহমেদ (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) বিকালে রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ঝিকরগাছা উপজেলার গদখালী মটবাড়িয়া গ্রামের শফিউর রহমানের ছেলে এবং তাওড়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

নিহতের পিতা শফিউর জানান, বিকেলে ব্যক্তিগত কাজে ফয়সাল মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বেনেয়ালী যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রজনীগন্ধা কোল্ডস্টোরের সামনে পৌঁছালে বেনাপোল থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার তামিমুল হক রিজভী জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। তার মাথায় গুরুত্বর আঘাত থাকায় তাকে ঢাকায় রেফার করা হয়।তবে পথে মারা যাওয়ার বিষয়ে কিছু জানা নেই।