Can't found in the image content. গজারিয়ায় ৫ মহিলা ছিনতাইকারী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

গজারিয়ায় ৫ মহিলা ছিনতাইকারী আটক

গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

গজারিয়ায় ৫ মহিলা ছিনতাইকারী আটক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় পাঁচ মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ।

আটককৃতরা হলো,জেসমিন বেগম(২১), সাহারা বেগম(৩০), মোছাঃ করম চাঁন(২২), মর্তুজা বেগম(৩২) ও মমতা বেগম(২২)। আটকৃতদের মধ্যে তিন জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় এবং দুজনের বাড়ি হবিগঞ্জ জেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৬ আগস্ট) সকাল পৌনে এগারোটার দিকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে কাউনিয়াকান্দি গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী রেহেনা বেগম ও তার ছেলের বউ সুমাইয়া আক্তার। হাসপাতালে রোগীর অনেক চাপ ছিল। তারা টিকেট কেটে লাইনে দাঁড়ালে সামনে এবং পেছন থেকে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারি দল তাদের উভয় পাশ থেকে চাপ দিতে থাকে। এ সময় রেহানা বেগমের গলা থেকে আট আনা ওজনের সোনার একটি চেইন ছিনতাই করে সঙ্ঘবদ্ধ চক্রের এক সদস্য। বিষয়টি রেহেনা বেগম বুঝে ফেললে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ সময় আশপাশে থাকা লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, স্থানীয়দের সহযোগিতায় পাঁচ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।