স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ১৫ আগষ্ট সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে স্থাপিত ফ্রিডম স্কোয়ারে জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মাটিরাঙ্গা সার্কেল ও মাটিরাঙ্গা থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একই সময়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করাই হোক জাতীয় শোক দিবসের অঙ্গীকার।
মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: হারুনুর রশীদের পরিচালনায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে শোক দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, উপজেলা সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দুস্থ্য ও অসহায়দের মাঝে ঋণের চেক তুলেদেন অতিথীরা।
অনুষ্ঠানে, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।