Can't found in the image content. জামায়াত চরিত্র পাল্টায়নি: ডিএমপি কমিশনার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জামায়াত চরিত্র পাল্টায়নি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

জামায়াত চরিত্র পাল্টায়নি: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জামায়াত-শিবির ২০১০ সালে অগ্নিসন্ত্রাস করেছে তারা তাদের সেই চরিত্র বদলায়নি। আজ ভোরে তারা যে তাণ্ডব চালিয়েছে তারপর পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকায় গায়েবানা জানাজা পড়তে দেওয়া হবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

গোলাম ফারুক বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে পুলিশকে জানিয়েছে তারা তাদের বাবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাবে এজন্য তাদের ওপর আমরা কোনো বল প্রয়োগ করেনি। কিন্তু ভোরে তারা তাণ্ডব চালিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটসাইকেলে আগুন দিয়েছে। এর মাধ্যমে প্রতিয়মান হয় তারা তাদের চরিত্র পাল্টায়নি।

আগামীকাল ঢাকা গায়েবানা জানাজা আয়োজন করতে দেওয়া হবে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ভোরে জামায়াত যে তাণ্ডব চালিয়েছে এরপর তাদের ঢাকায় জানাজা আয়োজন করতে দেওয়ার অনুমতি দেয়া হবে না।