জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিয়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুকে পোস্টের ছবিতে দেখা গেছে, বিয়ের সাজে তাসনিয়া ফারিণ লাল রঙের জামদানি শাড়ি পরেছেন। এই শাড়িটি তৈরি করতে প্রায় এক বছর সময় লেগেছে।
বিয়েতে হালকা মেকআপেই সেজেছিলেন তাসনিয়া ফারিণ। কনে সাজে চোখে ছিল কাজলের ব্যবহার। ঠোঁটে ছিল ন্যুড লিপস্টিক। সোনার গয়না পরেছিলেন। খোলা চুলে জামদানির ওড়না আর ব্লাউজে বেশ লাগছিল তাকে।
জাহিদ খান ব্রাইডাল মেকওভারের স্বত্বাধিকারী জাহিদ খান জানান, তাসনিয়া ফারিণের এই জামদানি শাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় এক বছর।
তিনি বলেন, খুব বেশি জমকালো সাজে তাসনিয়া ফারিণকে একেবারেই মানায় না। মিনিমাল মেকআপেই তিনি হয়ে ওঠেন আরও স্নিগ্ধ সুন্দর। ফারিণ নিজেও ছিমছাম মেকআপ পছন্দ করেন।
প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন। তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।
ফেসবুক স্ট্যাটাসে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’
ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’
কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে।
এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’
সবশেষে ফারিণ জানান, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের।
নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’