ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪ |

EN

এক কাতলের দাম ৩০ হাজার!

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

এক কাতলের দাম ৩০ হাজার!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে সাড়ে ২২ কেজি ওজনের এক বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। সোমবার সকাল ১০টার দিকে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। 

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাত্তার মেম্বারের জেলে গোবিন্দ হালদারের জালে এ মাছটি আটকা পড়ে। পরে ৩০ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করা হয়। 

জেলে গোবিন্দ হালদার যুগান্তরকে বলেন, মাছটি পেয়ে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করি। 

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, কাতল মাছটি কিছু টাকা লাভ রেখে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।