ফরিদপুরের সদরপুরে বাবার বাড়িতে রাবেয়া বাছার ওরফে রঙ্গ (৩২) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার পিয়াজখালি এলাকায় বাছার ডাঙ্গী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাবেয়ার স্বামী মো. হাবুল বেপারি।
গৃহবধূ রাবেয়া বাছার ফরিদপুর সদরপুর উপজেলার পিয়াজখালি বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের মেয়ে। ঘাতক স্বামী মাদারীপুর উপজেলার শিবচর এলাকার বাদিন্দা বলে জানা গেছে। ১০ আগষ্ট হতে ১৩ আগস্টের মধ্যে যে কোন সময় এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মোঃ হাবুল বেপারির সাথে তার স্ত্রী রাবেয়া বেগম ওরফে রঙ্গার পারিবারিক বিষয়কে কেন্দ্র করে প্রায়শই ঝগড়া বিবাদ ও মনোমালিন্য হয়। উক্ত ঘটনার জের ধরে আসামী হাবুল বেপারি সকলের অগোচরে তার স্ত্রীকে মেরে বসতবাড়ীর বাথরুমের সেফটি ট্যাংকের ভিতরে ফেলে স্লাভ দিয়ে ঢেকে রাখে। আসামি হাবুল বেপারি তিনদিন যাবত বাড়িতে নেই বলে জানিয়েছেন মেয়ের পরিবার ও তাকে বার বার ফোন দিয়েও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের লোকজন খুজে না পাওয়ায় গত ১১ই আগস্ট সদরপুর থানাকে মৌখিকভাবে জানায় মেয়ের পরিবার।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাবেয়া বাছার ওরফে রঙ্গা অফিস শেষে বাড়িতে আসে। তার পরের দিন শুক্রবার সকাল থেকে তাকে আর দেখতে পায়নি তার পরিবার। অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এরপর রবিবার (১৩ আগষ্ট) ঘরের পেছনের সেপটি ট্যাংকের পাশে অনেকগুলি পায়ের ছাপ দেখলে পেলে ট্যাংকের মুখ খুললেই তারা রাবেয়ার লাশ দেখতে পায়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, স্ত্রীকে হত্যার অভিযোগে হাবুল বেপারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
ভিকটিম আসামীর ২য় স্ত্রী ও আসামী ভিকটিমের ২য় স্বামী এবং আসামীসহ ভিকটিম তার পিতার বাড়িতে বসবাস করত। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।