Can't found in the image content. বড়পুকুরিয়া কয়লা খনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

বড়পুকুরিয়া কয়লা খনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে আর্থিক অনুদানের চেক বিতরণ
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১৬লাখ ৭০হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল ১০ টায় খনির মনমেলা হল রুমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে ৬জন ব্যক্তিসহ ৭১টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের এ চেক বিতরণ করা হয়। 

আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনির মহাব্যবস্থাপক-জিএম (প্লানিং এ- এক্সপ্লোরেশন) এটিএম নূর উজ জামান চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার, পার্বতীপুর পৌরসভা মেয়র মো. আমজাদ হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সানাউল্লাহ। 

অনুষ্ঠানে ৬জন সহ ৪১টি মসজিদ ২টি মন্দির, ১৫টি মাদ্রাসা, ৫টি স্কুল ও কলেজ, ২টি ঈদগাহসহ ৭১টি প্রতিষ্ঠানকে প্রায় ১৬লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।