Can't found in the image content. আলিয়ার পরা শাড়ি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আলিয়ার পরা শাড়ি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৪, ২০২৩

আলিয়ার পরা শাড়ি কিনতে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শাড়ির স্টাইল রীতিমতো বেশ সাড়া ফেলেছে। ফ্যাশনপ্রেমীদের চাহিদার কথা চিন্তা করে আলিয়া ও ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা বিশেষ কালেকশন লঞ্চ করেছেন।

বলিউডভিত্তিক অনলাইন পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, শুক্রবার আলিয়ার শাড়িগুলো কিনতে ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা। আলিয়ার প্রমোশনাল লুকের শাড়িগুলোর চাহিদা এত বেশি ছিল যে, শুক্রবারই মনিশ মালহোত্রার ওয়েবসাইট ক্রাশ করে। এর পর ওয়েবসাইটি ঠিক হওয়ার পরে শনিবার খুব অল্প সময়ের মধ্যেই শাড়িগুলো বিক্রি হয়ে যায়।

আলিয়ার পরা ৯টি শাড়ি ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছিল। যার একেকটি শাড়ি বিক্রি হয়েছে ৪৮-৫৮ হাজার রুপিতে।