Can't found in the image content. দেশে ফিরে ছোট ছেলে বীরের জন্য সুখবর দিলেন শাকিব খান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

দেশে ফিরে ছোট ছেলে বীরের জন্য সুখবর দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ১১, ২০২৩

দেশে ফিরে ছোট ছেলে বীরের জন্য সুখবর দিলেন শাকিব খান
এদিন শাকিব খান বিমানবন্দর থেকে বের হয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রিয়তমার যে সাফল্য নিয়ে একটা কথাই বলব,যেটা আমি সবসময় চাই, আমাদের সিনেমাও পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি হলিউড-বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে। সেখানে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। প্রিয়তমা সারা বিশ্ব কাপাচ্ছে।’

যুক্তরাষ্ট্রে থাকার সময় ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিবকে। বৃহস্পতিবার দেশে ফেরার পর সংবাদমাধ্যমের সঙ্গে পারিবারিক ব্যাপারেও কথা বলেন তিনি। ছেলে জয়ের যুক্তরাষ্ট্র সফরে বাবা-ছেলের সুন্দর ভালোবাসার মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হলে শাকিব বলেন, ‘সন্তানদের প্রতি আমার ভালোবাসা থাকবেই। বাবা হিসেবে আমি সবসময় চাই যে, আমার সন্তানদের ভালো কিছু দিতে! জয় আমেরিকা গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। সামনে শেহজাদ খান বীর যাবে, তাকেও একটা সুন্দর মেমোরি দেব।’

এর আগে শাকিব খান বিমানবন্দরে ভিআইপি টার্মিনাল পেরিয়ে বাইরে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।