Can't found in the image content. জায়েদ খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জায়েদ খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১০, ২০২৩

জায়েদ খানের সঙ্গে অভিনয়ের বিষয়ে এবার মুখ খুললেন সায়ন্তিকা
চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন টালিউডের অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। মঙ্গলবার এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে। দুই বাংলার সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। কিন্তু রাত পোহাতেই প্রসঙ্গে ভিন্ন মোড়!

খবরে বলা হয়, নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন জায়েদ খান। যেটি পরিচালনা করবেন তাজু কামরুল। এই ছবিতেই নায়িকা হচ্ছেন সায়ন্তিকা। ইতোমধ্যে নাকি কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই ঢাকায় আসবেন কলকাতার নায়িকা। বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দেন খোদ সায়ন্তিকা। আনন্দবাজারের কাছে তিনি বলেন, ‘ছবিটি নিয়ে কথা চলছে। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি।’

সায়ন্তিকার কথায় এটুকু স্পষ্ট— তার কাছে এই সিনেমার প্রস্তাব গেছে। পরিচালকের সঙ্গে তার কথাও চলছে। কিন্তু বাজি উলটে গেল বুধবার জায়েদ খানের মন্তব্যে। তিনি সাফ জানিয়ে দিলেন, এ রকম কোনো প্রজেক্টের ব্যাপারে তিনি জানেনই না! জায়েদ খান বলেন, ‘এগুলো খামোখা আলোচনার জন্য বলা হচ্ছে। এটা কিছুই না। কে বা কারা এমন খবর ছড়িয়েছে আমি জানি না। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’

খবরটি দেখার পর পরিচালক তাজু কামরুলের সঙ্গেও আলাপ করেছেন বলে জানালেন জায়েদ। তবে তিনিও এই সংক্রান্ত কথা কাউকে বলেননি বলে দাবি করেছেন। অবশ্য অনেক আগে জায়েদের সঙ্গে একটি সিনেমার ব্যাপারে এ পরিচালকের আলাপ হয়েছিল। তবে সেই প্রজেক্ট আর এগোয়নি।

এর আগে ২০২১ সালের অক্টোবরে খবর ছড়িয়েছিল, টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন জায়েদ খান। তবে সেটিও ভুয়া প্রমাণিত হয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে লম্বা সফর সেরে সম্প্রতি দেশে ফিরেছেন জায়েদ খান। এসেই নিজের গ্রামে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন। নতুন কোনো সিনেমার কাজ অবশ্য শুরু করেননি। বিভিন্ন ছবি-ভিডিও পোস্ট করে এখনো মার্কিন সফরের আমেজ উপভোগ করছেন