কুড়িগ্রাম জেলার রাজিবপুরে (৯ আগস্ট ২০২৩) রবিবার সকাল ১০ টার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ পার্যায়ে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ হস্তান্তর কার্যক্রম এর ভিডিও কনফারেন্স মাধ্যমে সারাদেশে উদ্বোধন করেন। আশ্রয়ণ-২ প্রকল্পে এবার সারাদেশে ২২,১০১ টি ভূমিহীন -গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
এই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে ভূমিহীন-গৃহহীন ২৫টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেছে রাজিবপুর উপজেলা প্রশাসন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ওসি রাজিবপুর থানা মোজাহারুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন, বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই।