ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
পিরোজপুরে ৫০ নম্বরে পরীক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১২ টা থেকে শহরের টাউনক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে পরীক্ষার্থীরা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে শহরের টাউনক্লাব সড়কের প্রেসক্লাব ভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন।

পরীক্ষার্থীরা জানান, ২০২২ সালের শিক্ষার্থীরা দীর্ঘ ২ বছর ৫ মাস সময়ে পূর্ণনম্বর ৫০ নিয়ে পরীক্ষা দিয়েছিলো। কিন্তু ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয়েছে মাত্র দেড় বছর সময়। আবার পূর্ণনম্বর দেয়া হচ্ছে ১০০ নম্বর। এছাড়াও আইসিটি বিষয়টিও তাদের ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এত কম সময়ে যা তাদের জন্য বোঝা হয়ে যাচ্ছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন, পরীক্ষায় আইসিটি বিষয় বাতিল করতে হবে। সঙ্গে সব বিষয়ে আমাদের পূর্ণ নম্বর ৫০ দিতে হবে অন্যথায় পরীক্ষা পিছিয়ে দিতে। নয়তো আমরা আন্দোলন চালিয়ে যাবো। আগামী ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু মাত্র দেড় বছরে আমরা সম্পূর্ণ প্রস্তুতিই নিতে পারি নি এত অল্প সময়ে যা সম্ভব ছিল না।

এসময় পরীক্ষার্থীরা শেখ হাসিনার বাংলায় অবহেলা, বৈষম্যের ঠাই নাই বলে স্লোগান দেয়।

এসময় পরীক্ষার্থীদের মধ্যে সরকারি সোহরাওয়ার্দী কলেজের লাবিব আহম্মেদ, প্রীতম সিংহ, অন্তর শেখ, তাহিম শেখ, ছামিউল, সোহান কাজি, সোহানুর রহমান। সরকারি মহিলা কলেজের রশ্নি ইসলাম, জয়া রানি, সাদিয়া সিকদার, ইফতি আহমেদ আফতাব উদ্দিন কলেজের নাদিম খান, রাহাত শেখ, ইমন খান, তৌকির আলম, মিতু রহমান, সিবলি আহমেদ সহ জেলার সাত উপজেলার বিভিন্ন কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।