Can't found in the image content. তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ ব্রিজ: খাগড়াছড়ি-সাজেক যোগাযোগ বিচ্ছিন্ন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ ব্রিজ: খাগড়াছড়ি-সাজেক যোগাযোগ বিচ্ছিন্ন

চট্রগ্রাম ব্যুরো | আপডেট: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩

তীব্র স্রোতে ঝুঁকিপূর্ণ ব্রিজ: খাগড়াছড়ি-সাজেক যোগাযোগ বিচ্ছিন্ন
টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় পানির তীব্র স্রোতে জামতলি ব্রিজের এক পাশের মাটি সরে যাওয়ায় দীঘিনালা ও সাজেকসহ রাঙামাটির দুই উপজেলা লংগদু ও বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
 
মঙ্গলবার (৮ আগস্ট) ভোরে প্রবল বর্ষণ এবং ছড়ার তীব্র স্রোতে বেইলী ব্রিজের পূর্ব পাড়ের সংযোগ সড়কের মাটি সরে যায়। স্থানীদের সহযোগিতায় যানচলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।

এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে নদী ও ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া, মুসলিমপাড়া, কালাডেবাসহ চেঙ্গী নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এ ছাড়া দীঘিনালার মাইনী নদী, মানিকছড়ির হালদা ছড়াসহ বিভিন্ন উপজেলার নদী ও ছড়ার পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু হয়েছে। 

খাগড়াছড়ি পৌর শহরের ১০টি আশ্রয় কেন্দ্রসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি থাকায় পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসতে মাইকিং চলছে। 


খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।