Can't found in the image content. আমেরিকা-কানাডার পর এবার ফ্রান্সে ‘প্রিয়তমা’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আমেরিকা-কানাডার পর এবার ফ্রান্সে ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

আমেরিকা-কানাডার পর এবার ফ্রান্সে ‘প্রিয়তমা’
মুক্তির পর থেকে সগৌরবে চলছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আমেরিকা-কানাডার পর এবার ফ্রান্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

দেশি এন্টারটেইনমেন্ট প্যারিসের উদ্যোগে বুধবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শন শুরু করা হয়েছে। রাজধানীর প্যারিসসহ আরও দুই শহর অ্যামিন ও টুলুজের দর্শকরা দেখতে পারছেন সিনেমাটি। 

দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস প্রতিষ্ঠানটির মুখপাত্র রাব্বানী খান বলেন, ‘আমরা সিনেমার বাণিজ্যিক স্বার্থের চেয়ে শৈল্পিক মানের বিচারে সিনেমা পরিবেশন করে থাকি। বিশ্ব সিনেমার বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সামর্থ্য রাখে আজকের প্রিয়তমা।’

আরশাদ আদনানের প্রযোজনায়  এ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবীসহ অনেকেই।