ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ধনবাড়ীতে মিথ্যা মামলার হয়রানির অভিযোগ!

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩

ধনবাড়ীতে মিথ্যা মামলার হয়রানির অভিযোগ!
টাঙ্গাইলের ধনবাড়ীর রূপশান্তি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

মামলার হয়রানির শিকার ফারুক হোসেন জানান, বিগত ৩ মাস পূর্বে একই এলাকার  হাফিজুর রহমানদের একটি জাম গাছ থেকে আমার ছোট্র ছেলে ৪ থেকে ৫ টি জাম ফল না বলে পেড়ে খেয়েছিলো। সেই জাম পাড়া কে কেন্দ্র করে ঐসময়ই ঝড়গড়া করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে হাফিজুরের স্ত্রী আকলিমা বেগম। সেই ঘটনায় ভূল স্বীকার করায় তখনই ঘটনাটি সমাধান হয়। হঠাৎ করেই গত কয়েকদিন আগে আমার বাড়ীতে ধনবাড়ী থানার পুলিশ এসে কোর্টে হাজিরার দেবার নোটিস দিয়ে যায় তখন জানতে পারি  জাম পাড়াকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে হাফিজুরের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে জামগাছ কেটে ফেলা ও তাকে মারপিট করার অভিযোগ করে মামলা করেছেন। মিথ্যা মামলা দিয়ে আমি আমার বাবা সাহেব আলী ও আমার মা ফাতেমা বেগম সহ হয়রানি করে আসছে প্রতিপক্ষ আকলিমা বেগম। আমরা এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে অবহ্যতি চাই। সেই সাথে মিথ্যা মামলাকারী আকলিমা বেগমের বিচার দাবী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে মামলার বাদী আকলিমা বেগম জানান, ফারুকের ছেলে আমাদের জাম গাছ থেকে জাম পাড়ছে সেই জাম পাড়া সহ পূর্ব থেকেই হিংসাত্বকভাবে বকাবকি করে বিষয়ইগুলোই কেন্দ্র করেই কথা কাটাকাটি হলে ফারুকেরা আমাকে মারতে আসে সেই সাথে মেরে ফেলার হুমকি দেয় তাই মামলা করেছি। এখনো আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি।  এঘটনায় পুলিশ প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।