Can't found in the image content. ভ্রু নাচিয়ে ভাইরাল সেই নায়িকা ফের ঝড় তুললেন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ভ্রু নাচিয়ে ভাইরাল সেই নায়িকা ফের ঝড় তুললেন

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩

ভ্রু নাচিয়ে ভাইরাল সেই নায়িকা ফের ঝড় তুললেন

দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এক তরুণী ভ্রু নাচাচ্ছেন। এটিকে কেউ কেউ বলে থাকেন চোখ মারা। ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ‘উইঙ্ক’। মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

দক্ষিণী একটি সিনেমার গানের দৃশ্যের একটি ‘ক্লিপ’ ছিল ভিডিওটি। গানের দৃশ্যে ভ্রু নাচাতে দেখা যায় তাকে। এর পর নায়কের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন চুমু। এটি সোশ্যালে ‘উইঙ্ক গার্ল’ হিসেবে পরিচিত পেতে থাকেন প্রিয়া।

এ তরুণী অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার থেকে সোশ্যাল মিডিয়ায়ই বেশি পরিচিতি লাভ করেন। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার অনুসারীর সংখ্যা ৭৬ লাখেরও বেশি।

এ তারকাকে নিয়ে অনুরাগীদের মাতামাতি কমে গেলেও সম্প্রতি যেন তা ফের জাগিয়ে তুললেন প্রিয়া। এর পেছনে বিকিনি পরা ছবি পোস্ট করাই দায়ী অভিনেত্রীর। নীল সমুদ্রের মাঝে হলুদ রঙের স্বল্প পোশাকে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তার পর থেকে ঝড় উঠেছে সব মাধ্যমে।

এ অভিনেত্রী যেখানে ছবিটি তুলেছেন, সেই জায়গাও বেশ পরিচিত। থাইল্যান্ডের ফুকেতের একটি এলাকা। তার স্বল্প পোশাকের ছবি সোশ্যালে ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশ্ন তুলেছেন—উইঙ্ক গার্ল কি কোনো সিনেমার শুটিংয়ে গেছেন? আর এই ছবি কি তারই কোনো ঝলক?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রিয়া কোনো সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে যাননি। বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে গেছেন। আর ভ্রমণের কিছু ছবি ও ভিডিও সোশ্যালে পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে।

১৯৯৯ সালের ২৮ অক্টোবর কেরালায় জন্ম প্রিয়ার। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে অভিনয়ে আসেন। ২০১৮ সালে ‘থানাহা’ নামের একটি মালয়ালম সিনেমা গানের দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এর এক বছর পর ২০১৯ সালে ‘ওরু আদার লাভ’ নামে একটি মালয়ালম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। আর সেই সিনেমার গানের দৃশ্যেই ছিল চোখ মারা।