Can't found in the image content. আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন চাইব: নিক্সন চৌধুরী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন চাইব: নিক্সন চৌধুরী

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ২, ২০২৩

আগামী নির্বাচনে নৌকার মনোনয়ন চাইব: নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আমি প্রধানমন্ত্রীর কাছে নৌকার মনোনয়ন চাইব। নৌকা না পেলে আমার নির্বাচনী তিন থানার জনগণের সিদ্ধান্ত নিয়ে আবারও নির্বাচন করব। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহব্বায়ক সায়েদীদ গামাল লিপু সভাপতিত্বে আজ মঙ্গলবার (১আগস্ট) বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চরডুবাইল চৌরাস্তার মোড়ে যোগদান উপলক্ষে বিশাল এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি নিক্সন চৌধুরী।

তিনি আরও বলেন, তিন থানায় যে উন্নয়ন হয়েছে তাতে আমি বিজয়ী হব বলে আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদের সদস্য কহিনুর বেগমসহ স্থানীয় নেতাকর্মী।

উল্লেখ্য যে, ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রান উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। বর্তমানে এ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য। অন্যদিকে ওই আসনের সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।