Can't found in the image content. রাজনীতির মাঠে নেমেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রাজনীতির মাঠে নেমেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

রাজনীতির মাঠে নেমেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস
জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস গানের জগতের বাইরে এবার নেমেছেন রাজনীতির মাঠে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে জনপ্রিয়তা এ শিল্পী করতে যাচ্ছেন জাতীয় সংসদ নির্বাচন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নকুল নিজেই। মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও।

তিনি বলেন, 'আমি বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চাই। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছি। মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনছি।' 

তবে নকুল কুমার কোন দলের প্রার্থী হয়ে নির্বাচন করবেন তা এখনো জানা যায়নি। তিনি জানান, তার পূর্বসূরী হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)।