Can't found in the image content. মধ্যনগরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মধ্যনগরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ

উপজেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

মধ্যনগরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ
সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামী লীগের উদ্যোগে সারাদেশে  বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে  উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩১জুলাই) দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  উন্নয়ন শোভাযাত্রাটি মধ্যনগর বাজার পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী তালুকদারের সভাপতি ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য রাসেল আহমদ এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার,সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু প্রমুখ।