Can't found in the image content. মাটিরাঙ্গার ওসি পেলেন মাদার তেরেসা পদক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মাটিরাঙ্গার ওসি পেলেন মাদার তেরেসা পদক

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

মাটিরাঙ্গার ওসি পেলেন মাদার তেরেসা পদক
আইন শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পদক-২০২৩ পেলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া। 

গতকাল বিকালে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার সেগুন বাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়নে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এসএম মজিবুর রহমান মাটিরাঙ্গা থানার অফিসার ইনর্চাজ মো. জাকারিয়া হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউল্লাহ খান। এসময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপ মন্ত্রী সাদেক ছিদ্দিকী, অতিরক্ত অর্থ সচিব শহীদুল হারুন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের সাবেক ডি আই জি মো: আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, এই পুরস্কার আমাকে আইন শৃংখলা রক্ষায় আরো জোরালো ভূমিকা  রাখতে অনুপ্রাণিত করবে। চ্যালেঞ্জিং এই পেশায় আরও সক্রিয় হয়ে কাজ করে যাবেন বলে তিনি জানান।