Can't found in the image content. বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৫ নেতার স্থায়ী জামিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৫ নেতার স্থায়ী জামিন

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব আলালসহ ৫ নেতার স্থায়ী জামিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৫ নেতাকে স্থায়ী জামিন দিয়েছেন জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিবাদীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মো. এহ্সানুল হক এ আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির অন্য নেতারা হলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।

বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ এনে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে গত ২৩ মে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। এ মামলার আরেক বিবাদী জামায়াতে ইসলামীর জামালপুর জেলা সেক্রেটারি মো. হারুন অর রশীদের আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।

স্থায়ী জামিন পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা জামিনপ্রাপ্ত হয়েছি আদালত থেকে। এর পরবর্তী যে কর্মসূচি, সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াইয়ে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। জামালপুরেও সে কর্মসূচি পালিত হবে। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি কেউ বাধা সৃষ্টি করেন আমরা তাকে দীর্ঘদিন মনে রাখব।