ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

রেদোয়ান হাসান, সাভার প্রতিনিধি | আপডেট: রবিবার, জুলাই ৩০, ২০২৩

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬
রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। 

শনিবার (২৯ জুলাই) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। 

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে। 

ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একইসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কাউকে দেখতে পাইনি।

এ দিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পরে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি এবং রিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনা তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে৷ 

তিনি বলেন, আপনারা জানেন এখানে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই এ কারণে কেউ ককটেল বিস্ফোরণ করে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে।