Can't found in the image content. উচ্চ শব্দে ডিজেগান বন্ধে পেয়ারা বাগানে মোবাইলকোর্ট | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

উচ্চ শব্দে ডিজেগান বন্ধে পেয়ারা বাগানে মোবাইলকোর্ট

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: শনিবার, জুলাই ২৯, ২০২৩

উচ্চ শব্দে ডিজেগান বন্ধে পেয়ারা বাগানে মোবাইলকোর্ট
ঝালকাঠির ভাসমান পেয়ারার হাটে ঘুড়তে আসা কিশোরদের উচ্চ শব্দে ডিজেগান বাজানো বন্ধে ভ্রাম্যমান আলালত পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মামরা।

পেয়ারার মৌসুমে পর্যটকদের মিলনমেলা বসে ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা হাটে। প্রকৃতির নৈসর্গিক রূপ দর্শনে প্রতিদিন হাজারও পর্যটক এখানে ভিড় করেন।

তবে ঘুরতে আসা কিশোররা অতিমাত্রার আওয়াজে ডিজে গান বাজিয়ে উল্লাস করে ট্রলারে। এতে অতিষ্ট সাধারন পর্যটক ও স্থানীয়রা। গত কয়েকদিনে পর্যটকদের ভীর বেড়েছে ভাসমান হাট ভিমরুলীতে।সাপ্তাহিক বন্ধের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন পেয়ারার ভাসমান হাটে।

উচ্চ শব্দের ডিজে গান বন্ধে বাগানে ঘুরতে আসা সাধারন পর্যটকদের অভিযোগ ছিলো গেলো মৌসুমেও। এবছর ডিজে বন্ধে অভিযান শুরু করেছে  প্রশাসন।

শনিবার সকাল থেকে বাগান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রসাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংছিং মারমা, মিলন চাকমা এবং মং এছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী অংছিং মারমা বলেন, যারা উশৃঙ্খলা করবে তাদের সতর্ক করা হচ্ছে। আইন ভঙ্গকরারীদের জেল, জরিমানা করা হবে। সেইসাথে বাগানে উচ্চশব্দে বাজানো ডিজে গানের সাউন্ডবক্স জব্দ করা হবে।

ঘুরতে আসা পর্যটক শিল্পী রানী বলেন, 'এবারের পেয়ারার রাজ্যের পরিবেশ একটু ভিন্ন। কোনো শব্দ দুষন নেই। প্রশাসনের এই অভিযান আমাদের দীর্ঘদিনের দাবী ছিলো।'

আরেক পর্যটক দেবাশিষ বড়ুয়া বলেন, 'খুলনা থেকে এসেছি। প্রশাসন এখানকার পরিবেশ শান্ত রেখেছে যা গোলো বছরে ছিলোনা। এভাবে নজরদারী করলে পর্যটকরা পরিবারসহ ঘুরতে আসবে।'

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানিয়েছেন, পর্যটকদের দিক বিবেচনা করে পুরো মৌসুম জুড়ে চলবে অভিযান। সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্র ও শনিবার বিশেষ নজর রাখা হচ্ছে। উচ্চ শব্দে ডিজে গান বন্ধসহ ওখানকার খাবার হোটেলগুলোতেও অভিযান পরিচালনা করা হবে।'